ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাত দখল ও মূল্য তালিকা না রাখাসহ নানা অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ট্রাংক রোড এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ফুটপাত দখলের দায়ে সৌদিয়া হোটেলকে ৩ হাজার টাকা, ফল ব্যবসায়ী রিয়াজকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না রাখার জন্য আলু আড়ৎদার এসবি ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে নারায়ণ চন্দ্র দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে আলু বিক্রির অপরাধে জহির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, ফুটপাত দখলমুক্ত করা এবং বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
এমবি