গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনায় প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যানসহ দোষীদের গ্রেপ্তারের দাবি জানান সাঁওতাল-বাঙ্গালী নারী-পুরুষরা।
রোববার (০৫ জানুয়ারী) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে শতাধিক সাঁওতাল নারী-পুরুষ এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
আদিবাসী বাঙালি সংহতি পরিষদ ও সাহেবগঞ্জ বাদগাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে অংশগ্রহণকারীরা তীর ধনুক নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে বক্তব্য রাখেন- প্রিসিলা মুমু, সুটিত্রা মুর্মু, ফিলিমন বাসকে, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজা বিরাট গ্রামের সাঁওতাল পল্লীতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ তার লোকজন দুটি বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় সাঁওতাল পল্লীর মানুষদের নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে তারা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শনিবার গোবিন্দগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। এজন্য রোববার সাঁওতালরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আতিকুর রহমান/এমবি