Logo

সারাদেশ

মানসিকভাবে সুস্থ একটা প্রজন্ম চাই : রুমিন ফারহানা

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:১২

মানসিকভাবে সুস্থ একটা প্রজন্ম চাই : রুমিন ফারহানা

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আগামী বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। শারীরিক ও মানসিকভাবে একটা সুস্থ প্রজন্ম চাই। তাই খেলাধুলার বিকল্প নেই।’

রোববার (৫ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রস্তাব করেছিলেন, এই মাঠকে স্টেডিয়াম বানাবেন। তার এই প্রতিশ্রুতির ধারাবাহিকতা রাখতে চাই আমি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই মাঠ স্টেডিয়াম হবে। নতুন প্রজন্মকে মাদকের আসক্তি ও মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলা, শরীর চর্চা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই।’

রিমন খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর