Logo
Logo

সারাদেশ

বরেন্দ্র সেচপাম্পে অপারেটর নিয়োগে দুর্নীতি

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫১

বরেন্দ্র সেচপাম্পে অপারেটর নিয়োগে দুর্নীতি

নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও গভীর নলকূপে অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলায় বিএমডিএর ৬০৩টি গভীর নলকূপ রয়েছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের ঘরে দু-চারটা করে তালা পড়ে। এরপর গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

উপজেলায় গভীর নলকূপের অপারেটর পদে ৬০৩টির বিপরীতে ১ হাজার ৩০০টি আবেদন পত্র জমা পড়ে। গত ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর সোমবার অপারেটর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পরপরই সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরোচক নানা গুঞ্জন, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

হাজিনগর ইউনিয়ন বিএনপির নেতা শাহিনসহ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, ‘আওয়ামী মতাদর্শীদের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিএমডিএ’র পরিচালনা কমিটির কতিপয় সদস্যের যোগসাজশে সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বিএনপির ভোটের মাঠ নষ্ট, কোন্দল সৃষ্টি ও আমাদের নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করতে কৌশলে আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ করেছে।’

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, ‘বিএমডিএ কর্মকর্তা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়। একই পরিবারের চারজনকে অপারেটর নিয়োগের মত ঘটনাও ঘটেছে শুধু অর্থের বিনিময়ে। বিএমডিএ’র সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদকে বর্তমানে পাওয়া যাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘তিনি অফিস করছেন না, মোাবইল ফোনও বন্ধ রেখেছেন। জয়া বাংলা ঐক্য পরিষদের সহসভাপতি আরমান ইসলাম যেই সেচ পাম্পে অপারেটর নিয়োগ পেয়েছে। অথচ সেই সেচ পাম্প এলাকায় (মৌজায়) তার নিজস্ব কোনো জমি নেই। এখানে আর্থিক লেনদেন করে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিএমডিএ নিয়ামতপুর জোনের সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিরপেক্ষ ও শতভাগ স্বচ্ছতার সঙ্গে অপারেটর নিয়োগ করা হয়েছে। নিয়োগ কমিটি নিয়োগ দিয়েছে এখানে তার কোনো হাত নাই।’

এম এ রাজ্জাক/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর