Logo

সারাদেশ

ভিক্ষুক পাগলির কুলখানিতে জনতার ঢল

Icon

চলনবিল প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮

ভিক্ষুক পাগলির কুলখানিতে জনতার ঢল

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগে এক ভিক্ষুক পাগলির কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা ও ডুমরাই বাজার যুবসমাজ কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। বিশাল সামিয়ানার নিচে এলাকার শত শত মানুষ বিশেষ দোয়া ও মাগফিরাতে অংশ নেন।

মৃত ভিক্ষুক ওরেছা পাগলি স্থানীয়ভাবে মামা পাগলি বা বগা পাগলি নামে পরিচিত ছিলেন। মৃত লতিফুল নেছার একমাত্র মেয়ে তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। ছোটবেলাতেই মাকে হারানোর পর অন্যের বাড়িতে ভিক্ষাবৃত্তি করে তার জীবনযাত্রা চলত।

এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষের সহায়তায় তার কুলখানি ও দোয়ার ব্যবস্থা করা হয়। আয়োজকরা জানান, ওরেছা পাগলি কখনো কারো ক্ষতি করেননি। বরং তিনি সবসময় মানুষের মঙ্গল কামনা করতেন।

স্থানীয় ডুমরাই বাজার যুব সমাজ কল্যাণ সমবায় সমিতির সবুজ তালুকদার, অনিক মির্জা, শরিফুল ইসলাম জানান, এ ভিক্ষুক পাগলি কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি করে নাই। পৃথিবীকে তার কেউ নাই। তাই গ্রামবাসীদের কাছ থেকে চাল ও নগদ অর্থ সংগ্রহ করে প্রায় ১৫০০ মানুষের জন্য মেহমানদারির আয়োজন করা হয়। এদিন এলাকাবাসী ওরেছার আত্মার মাগফিরাত কামনায় মন খুলে দোয়া করেন।

কুলখানি ও দোয়া মাহফিলে আসা আকমুল হোসেন, সুজন ইসলাম, মজনু শেখ, আব্দুর রহিম, আকুল হোসেন জানান, ওরেছা পাগলি তাদের বিপদে সবসময় সাবধান করতেন। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। তারা আরও জানান, আমরা সবাই তার কুলখানিতে এসে তার জন্য মন থেকে দোয়া করলাম। মহান আল্লাহ তায়ালা যেন ওরেছা পাগলিকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন।

এ ব্যতিক্রমী উদ্যোগে এলাকার সাধারণ মানুষ যুব সমাজকে প্রশংসায় ভাসিয়েছে। সবার প্রত্যাশা, মহান আল্লাহ যেন ওরেছা পাগলিকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। 

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর