খাগড়াছড়িতে ভোটার নিবন্ধনের চ্যালেঞ্জ বিষয়ে কর্মশালা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:০০
খাগড়াছড়িতে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে CBTEP প্রকল্পের আয়োজনে এবং খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
কর্মশালায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এবং CBTEP প্রকল্প পরিচালক (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসান।
কর্মশালায় ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং পাহাড়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ এবং তাদের উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া, পাহাড়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা দূর করার কৌশল ও পদক্ষেপ নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করা হয়।
কর্মশালায় খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষকরা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
ছোটন বিশ্বাস/এমএইচএস