Logo
Logo

সারাদেশ

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু বিক্রির ধুম, প্রশাসন নীরব

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:০২

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু বিক্রির ধুম, প্রশাসন নীরব

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের সাঁওতা গ্রামের আমতলা বাজারে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ধুম পড়েছে।

প্রতিদিন ভোর ৬টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত বালু তোলা হয়। বালু উত্তোলনকারীরা ভেকু মেশিন ব্যবহার করে ট্রলি করে নিয়ে যায়।

জানা গেছে, মোশারফ শেখ নামে এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে এই অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ক্ষমতার দাপট দেখিয়ে তারা বালু উত্তোলন করছে। তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কেউ পায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘এখানে বালু তোলার কোনো সরকারি নির্দেশনা নেই, কিন্তু এলাকার নেতারা ক্ষমতা দেখিয়ে অবাধে বালু তুলে ব্যবসা ব্যবসা করছে। তাদের ক্ষমতার দাপটে কেউ ভয়ে কথা বলার সাহস পায় না।’

এক বালু ক্রেতা জানান, ‘মোশারফ শেখের সঙ্গে যোগাযোগ করে ১০০ গাড়ি বালু কেনার জন্য আলোচনা করেন। মোশারফ শেখ তাকে বলেন, ‘আপনি যত বালু চান, তা দিতে পারব। সব সমস্যার সমাধান আমরা করে ফেলেছি, আমাদের অনেক জায়গায় হাত আছে।’

বালু উত্তোলনকারী মোশারফ শেখ বলেন, ‘আমার নাম্বার কোথায় পেয়েছেন? আমি একা এই বালি ব্যবসা করি না, অনেক বড় বড় লোকজন আমাদের সাথে আছেন, একা তো এটা সম্ভব না।’

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলায়মান শেখ জানান, ‘গড়াই নদীর বালু সরকারি সম্পত্তি, এটি অবৈধভাবে তোলার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ‘আমরা অফিস থেকে লোক পাঠিয়েছি,দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

আকরামুজ্জামান আরিফ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর