Logo
Logo

সারাদেশ

মাস্ক পরেও রেহাই হলো না নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩

মাস্ক পরেও রেহাই হলো না নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সিলেটে পুলিশের জালে বন্দি হয়েছেন দলটির এক নেতা। মাস্ক পরে গোপনে কেক কেটেও রক্ষা হয়নি তার। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। 

গ্রেপ্তার নেতার নাম শাহীন আহমদ (২৬)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও একই উপজেলার দক্ষিণ রনিয়াই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলাজুড়ে তাদের ওপর হামলা ও নাশকতা সৃষ্টির নেতৃত্ব দিয়েছিলেন শাহীন। ৫ আগস্টের পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হলে আড়ালে চলে যান তিনি। তবে গত ৪ জানুয়ারি তার নেতৃত্বে উপজেলার একটি স্থানে কয়েকজন গোপনে মুখে মাস্ক পরে কেক কাটেন। এরপরই শাহীনকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। পরে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘নিষিদ্ধ সংগঠনের নেতা শাহীনকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

রেজাউল হক ডালিম/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর