Logo

সারাদেশ

দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমন্বয়কদের হুমকির অভিযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধ

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমন্বয়কদের হুমকির অভিযোগ

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিভিন্ন দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত দুই দিন ধরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি এবং আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখা যাচ্ছে। 

দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’—এ ধরনের বিভিন্ন লেখা রয়েছে। 

স্থানীয়রা বলছেন, বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামুল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে এবং বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আরেক সমন্বয়ক বায়েজিদ হোসেন জানান,  তিনদিন আগে রাতে তার বাড়িতে হেলমেট পরিহিত তিন যুবক একটি মোটরসাইকেল যোগে মহড়া দেয়। এতে তার পরিবারের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।’

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বগুড়ায় আহসান হাবীব সায়েম নামের এক সমন্বয়কের বাড়ির দেয়ালেও হত্যার হুমকি দিয়ে লেখা হয়, ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও।’

মোস্তাফিজুর রহমান টিপু/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর