Logo
Logo

সারাদেশ

সেতু থেকে লাফ দিয়ে যুবক নিহত

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

সেতু থেকে লাফ দিয়ে যুবক নিহত

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতু থেকে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সেতু থেকে লাফিয়ে পড়ে সড়কের ওপর গুরুতর আহত অবস্থায় পড়ে থাকার পরও তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেননি। তার যন্ত্রণাদায়ক মৃত্যুর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে ব্যস্ত ছিলেন অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুক্তারপুর সেতুর ধলেশ্বরী নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের ওপর এক যুবককে পায়ের জুতা খুলে সেতু থেকে লাফ দিতে দেখা যায়। নিচে পড়ে কিছুক্ষণ ছটফট করার পর তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জাতীয় হেল্পলাইন ৯৯৯-এ কল করার পরও পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে দুই ঘণ্টা। অথচ ঘটনাস্থল থেকে মুন্সীগঞ্জ সদর থানার দূরত্ব মাত্র তিন কিলোমিটার। এ সময় স্থানীয়রা পুলিশ আসার অপেক্ষা না করে দুপুর ১২টার দিকে যুবকের মরদেহ সড়ক থেকে সরিয়ে ভ্যানে করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘৯৯৯-এ তথ্য পাওয়ার পর আমরা দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন। তার পরিচয় শনাক্তের পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।’

আবু সাঈদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর