Logo
Logo

সারাদেশ

বীরগঞ্জে ৬২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

শিক্ষা কার্যক্রম ব্যাহত

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪

বীরগঞ্জে ৬২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

দিনাজপুরের বীরগঞ্জে দীর্ঘদিন ধরে ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পাঠদান চলছে। এর ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।  

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা সৃষ্টি হচ্ছে।  

অভিভাবকদের অভিযোগ, একজন সহকারী শিক্ষকের যোগ্যতা প্রধান শিক্ষকের সমান নয়, তারপরও সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। কিছু বিদ্যালয়ে অনিয়মেরও অভিযোগ উঠেছে, যেমন— স্লিপের টাকা আত্মসাৎ, সময়মতো স্কুলে না আসা এবং শিক্ষার্থীদের ক্লাস না নেওয়া। যদিও এসব অনিয়মের বিষয়ে পত্রিকায় খবর প্রকাশ হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।  

এছাড়া জানা যায়, বীরগঞ্জ উপজেলায় মোট ২৬,৭৯৯ শিক্ষার্থী রয়েছে। অন্যদিকে, উপজেলার ১,১৬২ জন সহকারী শিক্ষকের মধ্যে ১,০৫৮ জন দায়িত্ব পালন করছেন। তবে বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শন করলে দেখা যায়, উপস্থিতির সংখ্যা প্রায় ৫০ শতাংশ কম।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিজপাড়া গ্রাম ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় ১২০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু ক্লাসে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। সর্বাধিক ৫০-৬০ জন উপস্থিত হয়। পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ২৩ মার্চ অবসরে যান। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক গজেন্দ্র নাথ। এই বিদ্যালয়ের হাজিরা খাতায় ৬৭ জন শিক্ষার্থী নাম রয়েছে। কিন্তু ২৫-৩০ জন শিক্ষার্থীই নিয়মিত উপস্থিত থাকে।  

এমন পরিস্থিতিতে বিদ্যালয়গুলোর শিক্ষার মান কমে যাওয়ায় অনেক অভিভাবক তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন।  

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে।  

তিনি আরও জানান, উপজেলায় ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১৬৮ জন প্রধান শিক্ষক রয়েছেন— এর মধ্যে ১১৪ জন পুরুষ এবং ৫৪ জন নারী। ৬২টি পদ শূন্য রয়েছে। সহকারী শিক্ষক ১,১৬২ জনের মধ্যে ১,০৫৮ জন কর্মরত আছেন, ১০৪ জন পদ শূন্য রয়েছে।  

প্রদীপ রায় জিতু/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর