Logo

সারাদেশ

সীমান্তে বাংলাদেশিকে হত্যা, মরদেহ নিয়ে গেল বিএসএফ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

সীমান্তে বাংলাদেশিকে হত্যা, মরদেহ নিয়ে গেল বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থল বন্দরের পশ্চিমে এক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পর জহুর আলী (৬০) নামের ওই ব্যক্তির মরদেহ নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।

স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকুরি করতেন। গত তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় তিনি বেশ কিছু লুঙ্গি সাথে নিয়ে আসেন। সোমবার বিকেলে তার বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যায়। এ সময় জহুর আলী তার পরিবারের সদস্যদের বলে যায় লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবে। কিন্তু আর ফিরেনি।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকা থেকে তাকে হয়ত ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে বা পিটিয়ে হত্যা করে মরদেহ তারা নিয়ে যায়। জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেনো এমনভাবে হত্যা করা হলো তা বোধগম্য নয়। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম বলেন, বিষয়টি জানার পর আমরা বিজিবিকে সাথে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর