ভুট্টাক্ষেতে মিলল তরুণীর মরদেহ, স্বামী পলাতক
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৯
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের খানসামায় ভুট্টাক্ষেত থেকে আনিছা খাতুন (১৯) নামে বিবাহিত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি গ্রামের ইলিয়াস হাজী পাড়া সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আনিছা খাতুন উপজেলার গোয়ালডিহি গ্রামের ইলিয়াস হাজী পাড়া মৃত আলম ইসলামের মেয়ে। তিনি একই ইউনিয়নের দুবলিয়া দোলাপাড়ার মাহফুজ আলমের স্ত্রী। তবে ঘটনার পর থেকেই ওই তরুণীর স্বামী মাহফুজ আলম পলাতক রয়েছেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, প্রেম করে বিয়ে হওয়ার এক বছর হলেও জামাইয়ের পরিবারকে যৌতুক দিতে না পারায় মেয়ে আমাদের বাসাতেই ছিল। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জামাই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমরা পাঠিয়ে দেই। কিন্তু পরেরদিন সকালে মেয়ের লাশের কথা শুনে হতবাক। কে জানে এমন ঘটনা ঘটবে? আমার সহজ-সরল মেয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, নিহত আনিছা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাই ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি আরও বলেন, সন্দেহজনক এ মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা পুলিশ কাজ করছে।
জে আর জামান/এমবি