Logo
Logo

সারাদেশ

প্রেমঘটিত বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে মিথ্যাচার, কুড়িগ্রামে বিক্ষোভ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:০৫

প্রেমঘটিত বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে মিথ্যাচার, কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে ‘প্রেমঘটিত বিষয়কে রাজনৈতিক ইস্যু বানিয়ে মিথ্যাচার’ এবং উপজেলা কমপ্লেক্সে যুবদলের কমীর ‘স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা মামলা’ দায়েয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, কুড়িগ্রাম পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মো. ওয়াজেদ আলী ঝিনুক, সাবেক থানা ও পৌর দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আজাদুন্নবী শামীম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল হামীদ আল হামিদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি তারিক নাজমুল রোকন, সাবেক ছাত্রদল নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহানুর আশরাফ জুয়েল, কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান প্রমুখ।

প্রসঙ্গত, প্রেমঘটিত কারণকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেকের নামে ‘মিথ্যাচার মামলা’ এবং কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানাসহ বেশ কয়েকজন নেতাকর্মী বাড়ি দোকানপাটে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্বরা। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি হয়। এ ঘটনায় ৭৮ জনকে আসামি করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। 

প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘অনতিবিলম্বে যুদলের কর্মীর স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা মামলায় আটক নেতাকর্মীর মুক্তি ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে আটক করতে হবে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর