সুদের টাকা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪
-677e035f41464.jpg)
ছবি : সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়িতে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় দেলোয়ার হোসেন নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছ থেকে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া ‘চড়াসুদে’ টাকা ঋণ নেন।
পরে গতকাল রাত ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, রবিউল ও আলমের সঙ্গে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে তিনিসহ পাঁচজন আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই (রাত ১২টার দিকে) দেলোয়ারের মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
শাহরিয়ার শাকির/এটিআর