Logo
Logo

সারাদেশ

জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি চান মামুনুল হক

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:২৮

জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি চান মামুনুল হক

ছবি : বাংলাদেশের খবর

জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় ফরিদপুরের সালথার বড় লক্ষনদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সমাজে এমন এক ধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি। ভোগের রাজনীতি নয়, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি কায়েম করতে চাই।’

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিল। অথচ ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে।’

ইসলামী মহাসম্মেলনে হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ।

পারভেজ মিয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর