Logo
Logo

সারাদেশ

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবিতে তৃতীয় দিনের কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তৃতীয় দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। 

বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে লিচু তলায় অবস্থান নিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা হিসেবে শুধু মাত্র পরিবহণ, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি ও নিরাপত্তা প্রহরী-এ ছয়টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে। তা ছাড়া বাকি সব কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ কর্মবিরতি পালন করছে।

তিনি আরও বলেন, আমরা নিজেরাই কোটা শব্দটার বিপক্ষে। আমরা চাই আমাদের সন্তানদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হোক। দেশের সব সরকারি প্রতিষ্ঠানে এসব সুবিধা দেওয়া হয়। আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। আগামীকাল আমরা সব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।

এর আগে গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হন। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং গত সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।   

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর