Logo
Logo

সারাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:২০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পঞ্চগড়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুন রনিক, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, যুগ্ম সদস্য সচিব মাহাবুবুল আলম মন্টু,  জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল গফুর, জাসাসের রংপুর বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, পৌর যুব দলের সদস্য সচিব নুরুল ইসলাম দিপুসহ পৌর বিএনপির নেতাকর্মীরা।

তৌহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা দোয়া করি, নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। 

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করবেন। জমি দখল বা চাঁদাবাজি করবেন না এবং দলের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকবেন। দলের স্বার্থে সবার একসঙ্গে কাজ করা জরুরি।

এসকে দোয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর