Logo
Logo

সারাদেশ

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৪

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৪

ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ায় অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসসহ তিনটি পরিবহনের সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে বাসযাত্রীরা দ্রুত নেমে যাওয়া তাদের মধ্যে কেউ হতাহত হয়নি।

বুধবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেওয়া বাস ও পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল ইসলাম বলেন, মহাসড়কে অ্যাম্বুলেন্সের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গাড়ি দুটিতে আগুন লেগে যায়। পরে আরও একটি গাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে পোড়া গাড়িগুলো সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরিফুল ইসলাম সাব্বির/ওএফ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর