অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি সভাপতিকে জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধ
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:০৫
ছবি : বাংলাদেশের খবর
চুয়াডাঙ্গায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর গনিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নেহালপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ। দণ্ডপ্রাপ্ত নুর গনি একই উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাইফুল্লাহ বলেন, ‘কয়েকদিন ধরে এলাকার লোকজন অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করছিলেন। বিভিন্ন তথ্য ও বিশ্বস্ত লোকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি ড্রেজার, এক্সকাভেটর ও ১০টি ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।’
‘স্থানীয়রা জানিয়েছেন, নুর গনি ও খাইরুল আলম যুদ্ধ নামে দুইজন পার্টনারে এ বালু উত্তোলন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুর গনিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারা মোতাবেক আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।’
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকবে উল্লেখ করে ইউএনও আরও বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বিষয়ে কোনো তথ্য থাকলে সরাসরি ইউএনও অফিসে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
ফেরদৌস ওয়াহিদ/এটিআর