স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:১৯
![স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/09/BK-misbah-(41)-677f86ae1b246.jpg)
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মোহাম্মদ ইউসুফ (২২)। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা। ইউসুফ গাজীপুর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইউসুফ দুটি বিয়ে করেছেন। প্রথম বিয়ের ৬ মাস পর স্ত্রীকে তালাক দেন। এরপর তার আপন খালাতো বোনকে বিয়ে করেন। গত দুই দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বুধবার রাতে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজঘরে বিষপান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সবজি খেতে বিষপান করেন ইউসুফ। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘বিষপানে যুবকের মারা যাওয়ার বিষয়টি শুনিনি। খবর নিয়ে বিস্তারিত জানা যাবে।’
এমজে