মুখপোড়া হনুমানগুলোর ঠাঁই হলো সাফারি পার্কে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:২৩
ছবি : সংগৃহীত
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থেকে উদ্ধার হওয়া আটটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের ঠাঁই হলো গাজীপুরের সাফারি পার্কে। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে পার্ক কর্তৃপক্ষের কাছে এসব হনুমান হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে অভিযান চালিয়ে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। এ সময় ট্রাকসহ দুজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত হনুমানগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, ঢাকার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকে থাকা বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়। অভিযুক্তরা হনুমানগুলো বিক্রির উদ্দেশে কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছিল। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা শারমিন আক্তারের তত্ত্বাবধানে সেগুলো উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
আতাউর রহমান/এটিআর