পলিকন লিমিটেডে তালা, দিশেহারা শ্রমিকরা
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
ডলার সংকট ও কাঁচামাল আমদানির দীর্ঘস্থায়ী সমস্যার কারণে গাজীপুরের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পলিকন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় কারখানার ফটকে বন্ধের ঘোষণা সম্বলিত একটি নোটিশ টাঙানো হয়।
পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহির স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, ‘ডলার সংকটের কারণে এক বছরের বেশি সময় ধরে কাঁচামাল আমদানি করতে না পারা এবং অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে উৎপাদন ৮০% কমে গেছে। এছাড়া, ব্যাংক ঋণ, বকেয়া বেতন, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ৪০ বছরের পুরোনো এই কারখানাটি বন্ধ করতে বাধ্য হয়েছি।’
নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘শ্রম আইন অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ধাপে ধাপে শ্রমিক-কর্মচারীদের সব বকেয়া পরিশোধ করা হবে।’
এদিকে হঠাৎ করেই কারখানার এমন ঘোষণা মেনে নিতে পারছেন না শ্রমিকরা। কাটিং সেকশনের হেলপার সাইফুল ইসলাম বলেন, ‘১৭ বছর ধরে এখানে কাজ করছি। গতকালও (বুধবার) ডিউটি করেছি। আজ সকালে এসে দেখি কারখানা বন্ধের নোটিশ। চার মাসের বেতন বকেয়া রয়েছে।’
মেকানিক্যাল সেকশনের শ্রমিক জাহাঙ্গীর আলম জানান, ‘৩৭ বছর ধরে কাজ করছি। হঠাৎ কারখানা বন্ধ হওয়ায় আমরা দিশেহারা। স্ত্রীর চিকিৎসা ও সন্তানের খরচ চালানোর মতো অবস্থাও নেই। কর্তৃপক্ষ আমাদের পাওনা পরিশোধ না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’
এ বিষয়ে কারখানার নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
গাজীপুর শিল্পপুলিশ-২-এর কোনাবাড়ি জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার নভেম্বর মাসের বকেয়া বেতন দেওয়া হবে। বাকি বেতন পরিশোধের বিষয়ে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের টিম কারখানার সামনে অবস্থান করছে।’
আল সাদি/এটিআর