Logo

সারাদেশ

কলা বাগানে মিলল শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যাকাণ্ড

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৫

কলা বাগানে মিলল শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যাকাণ্ড

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কলা বাগান থেকে ৪ বছর বয়সী মোস্তফা ইব্রাহিম আব্রারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর পরিবার এটি হত্যাকাণ্ড বলে দাবি করছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কল্যাণী মাঝাপাড়া এলাকার একটি কলা বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। নিহত শিশু ওই এলাকার হাসান আলীর ছেলে।

শিশুর চাচাতো ভাই মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে খেলতে বের হয় মোস্তফা ইব্রাহিম আব্রার। এরপর দুপুরে বাড়ি ফিরে না আসলে মা রাবেয়া বেগম এবং পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজি শেষে বাড়ির পাশের কলা বাগানে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড ছিল কি না।

তিনি আরও জানান, পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।

প্রদীপ রায় জিতু/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর