পিরোজপুরে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:১১
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর উদ্যোগে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য ৩০টি উপকরণ ও কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে হুইল চেয়ার, ৩ জনকে ট্রাই সাইকেল, ২জনকে ডিজিটাল সাদা ছড়ি, ১ জনকে এ্যালবো ক্র্যাচ, ১ জনকে অক্সিলারি ক্র্যাচ ও ২ শিশুকে শিশু কর্ণারসহ কম্বল প্রদান করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, সহকারী কমিশনার ভূমি মো. রাইসুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদে পরিদর্শনের সময় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, মঠবাড়িয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় পানিতে ডুবে শিশু মৃত পরিবারকে চেক প্রদান, উপজেলা পরিষদে ‘সম্প্রীতি সরোবর’ শাপলা চত্বর, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান ফটক, বালুর মাঠে গোলঘর উদ্বোধন করেন। এছাড়া ভূমি অফিস, প্রেসক্লাব পরিদর্শনসহ শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে আলাদা আলাদা মতবিনিময় করেন।
সৈয়দ বশির আহম্মেদ/এমআই