Logo

সারাদেশ

বাঁশখালীতে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বিষয়ে কর্মশালা

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:২২

বাঁশখালীতে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বিষয়ে কর্মশালা

বাঁশখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে উপজেলার বৈলছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৈলছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ দত্তের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব মো. আলাউদ্দীনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ইবরাহিম খলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের, বৈলছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুর রহমান, উপজেলা উপসহকারী প্রকৌশলী শামস রাব্বী, শিক্ষাবিদ সনজিত কুমার বড়ুয়া, মো. ইউনুস, ফিরোজ আহমদ চৌধুরী, জসীম উদ্দীন, ইউপি সদস্য আবদুল আলীম, হাফেজ মো. রমিজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, বোরহান উদ্দীন, মো. দুলাল, ছাত্র প্রতিনিধি আরফাতুর রহমান, ইকবাল হোসাইন, মো. আরিফ প্রমুখ। এ সময় স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ছাত্র-তরুণ প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশ ও পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলাতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। বক্তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুর্নীতি, ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি সকল নাগরিকের অংশগ্রহণে একটি সমৃদ্ধশালী, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এবং ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহ্বান জানান।

তাফহীমুল ইসলাম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর