ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ পারভেজ ও লামা পৌর শাখার সাবেক সভাপতি বিপ্লব নাথকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) লামা পৌর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে লামা থানা পুলিশ।
জানা গেছে, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (৪ জানুয়ারি) লামার রুপসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগকে সংগঠিত ও পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে আরও সক্রিয় করার লক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে প্রতিষ্ঠা বার্ষিকীর স্থিরচিত্র ও নিষিদ্ধ বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্ট ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এঘটনায় লামা থানায় একটি মামলা হয়।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের মামলায় পারভেজ ও বিপ্লব নাথকে বান্দরবান কারাগারে পাঠানো হয়েছে।’
বেলাল আহমদ/এমআই