Logo

সারাদেশ

ঝিনাইদহের সড়কে প্রাণ গেল যুবকের

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৩৪

ঝিনাইদহের সড়কে প্রাণ গেল যুবকের

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মহেশপুর-খালিশপুর সড়কের ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাগর হোসেন উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে। সে ১০ দিন আগে ইমপেক্স মোটরে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহেশপুরের ইম্পেক্স মোটরের কর্মচারী সাগর হোসেন সার্ভিসিং করা মোটরসাইকেল ট্রায়েলের জন্য বের হলে পথে ঘটনাস্থলে পৌঁছালে  রাস্তার ওপরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রকি নামের এক ব্যক্তি আহত হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ট্রাকটির চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

এম বুরহান উদ্দীন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর