বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতের পরিবারকে নগদ অর্থ প্রদান
টাঙাইল প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
ছবি : বাংলাদেশের খবর
‘কেউ নেই পাশে যার সমাজ সেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা রোগী কল্যাণ সমিতি’র আয়োজিত অনুষ্ঠানে ধনবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ২জন ও আহত ৭জনের পরিবারকে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা করে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা পল্লী উনয়ন কর্মকর্তা জাকির হোসেনসহ অনেকে।
হাফিজুর রহমান/এমআই