Logo
Logo

সারাদেশ

সোনাগাজীতে বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

সোনাগাজীতে বিএনপির ঘোষিত কমিটি বাতিলের দাবি

ফেনীর সোনাগাজীতে ঘোষিত উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে পৌর শহরের জিরোপয়েন্টে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, একতরফাভাবে গঠিত নতুন কমিটি দলীয় ঐক্য ও সুস্থ রাজনীতি বিপন্ন করছে।  

অবস্থান কর্মসূচিতে বক্তব্য পেশ করেন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লণ্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, পৌর বিএনপির  সিনিয়র সভাপতি ইমাম উদ্দিন ভূঞা, জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবীর, যুগ্মআহ্ববায়ক মোশারফ হোসেন আলমগীর, আবু সুফিয়ান মাস্টার, জেলা ছাত্রদলের সহসভাপতি হাসান মাহমুদ, নবাবপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি জহির উদ্দিন সোহাগ, আমিনাবাদ ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. নুরুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম রিংকু ও যুবদলনেতা সাব্বির রায়হান প্রমুখ।

এসময় তারা চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান ও ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে অবাঞ্চিত ঘোষণা করেন। তারা দাবি করেন, গত ২২ ডিসেম্বর জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের একক স্বাক্ষরে অনুমোদিত (সোনাগাজী ‍উপজেলা ও পৌর) কমিটি পুরোপুরি অগণতান্ত্রিক এবং দলের ঐক্যকে বিপন্ন করেছে।  

উল্লেখ্য, জেলা বিএনপির সদস্য সচিব স্বাক্ষরিত ওই কমিটিতে জয়নাল আবদীন বাবলুকে উপজেলা বিএনপির আহ্বায়ক, জামাল উদ্দিন সেন্টুকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সৈয়দ আলম ভূঞাকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া মঞ্জুর হোসেন বাবরকে পৌর বিএনপির আহবায়ক, মো. এয়াছিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং নিজাম উদ্দিনকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

  এম. এমরান পাটোয়ারী/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর