Logo
Logo

সারাদেশ

পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

Icon

জেলা প্রতিনিধি, নেত্রকোনা

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:০৩

পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টরকে (এসআই) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারের উদ্দ্যেশে বাসা থেকে বের হয়েছিলেন। পৌরশহরের উকিলপাড়া এলাকার পানমহলে কয়েকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি। 

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরিরের বিভিন্ন স্থানে জখম ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়। 

তিনি বলেন, ঘটনার প্রকৃত তথ্য পাওয়া যায়নি। জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর