গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল ২ ছাত্রের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- ইছাঘালী গ্রামের পলাশ শেখের ছেলে মাহিন শেখ (১৪) ও বুলবুল ফকিরের ছেলে বাধন ফকির (১৫)। তারা দুজনই স্থানীয় বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, শুক্রবার সকালে দিকে ইছাখালী-দুর্গাপুর সড়কের কালি মন্দির এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কায় আহত হয় তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুই জন স্কুল ছাত্র। তাদের কাছে মোটর সাইকেল লাইসেন্স ছিল না। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় তাদের মৃত্যু হয়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পলাশ সিকদার/এমআই