Logo

সারাদেশ

কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:২৮

কুমিল্লায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার কুমিল্লা-নোয়াখালী সড়কের ভৈষকোপিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া।

নিহত ব্যক্তি, লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ মালু (৪২) এবং একই উপজেলার উত্তর কোন এলাকার মাসুদ (২৮)।

মোবারক হোসেন ভুঁইয়া বলেন, ‘হতাহতরা একটি মাহফিলে অংশগ্রহণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভৈষকোপিয়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

মোবারক হোসেন আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার মধ্যেও মোটরসাইকেল-ট্রাক দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর