Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ওলামা মাশায়েখের বিক্ষোভ সমাবেশ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৭:৩৪

সিরাজগঞ্জে ওলামা মাশায়েখের বিক্ষোভ সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা সিরাজগঞ্জে ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান থেকে বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় এক পথসভায় বক্তারা গত ১৭ ডিসেম্বর ভোর রাতে টঙ্গী ইজতেমা মাঠে হামলাকারীদের দ্রুত বিচার এবং দেশের সকল জেলা মার্কাজে সাদপন্থিদের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানিয়েছেন।

বিক্ষোভ ও সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসার মোহতামিম মওলানা মুফতি নজরুল ইসলাম, এবি সুপার মার্কেট মসজিদের ইমাম মওলানা মো. রেজাউল করিম, চরমোনাইয়ের পক্ষ থেকে মওলানা মুহিবুল্লাহ, হেফাজত ইসলামের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি আহমদুল্লাহ শিরাজী, মো. কামরুজ্জামান প্রমুখ।

ফিরোজ আল আমিন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর