ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শটগান ও দেশীয় অস্ত্রসহ মো. আসিফ ইকবাল নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল তাকে আটক করে।
আটক আসিফ ইকবাল উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় ইউনিয়ন ছাত্রদল নেতা।
বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করা হয়।
এ সময় তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শটগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানায় পাঠানো হয়েছে। অস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই