রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট,
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ২০:৩২
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে একটি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি যাত্রী মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন (৩০) কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক গণসংযোগে বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উখিয়ামুখী সিএনজির সাথে কক্সবাজারমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজিতে থাকা এক যাত্রী।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি নাসির উদ্দীন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি