সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, রামেকে চিকিৎসা নিচ্ছেন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫২

ছবি : বাংলাদেশের খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামসংলগ্ন আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত শহিদুল ইসলাম (২৫) বাগিচাপাড়া (চাকপাড়া) গ্রামের মো. আনারুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। শহিদুল ইসলাম তার কয়েকজন সহযোগীর সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতীয় ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সে সময় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮২ থেকে প্রায় ১৩০ গজ ভারতের অভ্যন্তরে গিয়ে শহিদুলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তিনি আহত হন।
শনিবার ভোর সাড়ে ৫টায় গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতের পরিবারের দাবি, সীমান্তে ড্রেজার দিয়ে মাটি কাটার কাজ করছিলেন তিনি। সেখানে শনিবার ভোরে শহিদুল অন্যদের সাথে ট্রলিতে করে মাটি আনতে গিয়েছিল। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘আহত যুবকের বুকের ডান পাশে গুলি আছে। গুলি বের করার জন্য তাকে বেলা ১২টায় হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।’
এদিকে বিজিব জানায়, আহত অবস্থায় শহিদুল ইসলাম ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে গিয়ে অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে অন্য কয়েকজনও পলাতক রয়েছেন। শহিদুল ও তার সহযোগীরা চোরাকারবারে জড়িত ছিলেন। সীমান্তের শূন্যরেখা থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি টর্চ লাইট ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আজমতপুর বিওপির বিপরীতে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের শশানী ক্যাম্পের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের দাবি করেছে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার প্রতিবাদ জানানো হবে। শহিদুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, ‘নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, রাত ২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। কেউ কেউ দাবি করছেন যে, দুজন আহত হয়েছে। আহত একজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তীব্র শীতের কারণে স্থানীয়দের অধিকাংশই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি নয়, ফলে ঘটনার পুরো চিত্র স্পষ্ট নয়।’
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘আজমতপুর সীমান্তে গুলি ঘটনায় একজন বাংলাদেশি আহত হয়েছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
উল্লেখ্য, গত ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করেছিল। বিএসএফ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে স্থানীয়দের সহায়তায় অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। তবে বিজিবি এবং স্থানীয়দের প্রতিবাদে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল। এর পরবর্তী দিনগুলিতে সীমান্তে উত্তেজনা প্রশমিত হলেও আজমতপুর সীমান্তে গুলির ঘটনা নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করেছে।
এ ঘটনায় বিএসএফ ও বিজিবির মধ্যে সমন্বয় এবং প্রতিবাদস্বরূপ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জয় খ্রীস্টফার বিশ্বাস/বদিউজ্জামান/এমবি/এমজে