-6782709e5bddd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত কাশিমগঞ্জ বিওপি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জে ফিতা কেটে এ বিওপি উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান। পরে বিওপি উদ্বোধন ফলক উন্মোচন করে বিওপিতে একটি আম গাছের চারা রোপণ করেন।
এ সময় উদ্বোধনী ভাষণে তিনি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি বিওপি কমান্ডারের কাছ থেকে দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং গ্রহণ করেন এবং সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষকে এ সহায়তা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
এসকে দোয়েল/এমবি