বরগুনায় ঝুঁকিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৩০
![বরগুনায় ঝুঁকিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/11/Bangladesher-Khabor-MI-(9)-6782725d32815.jpg)
ছবি : সংগৃহীত
বরগুনার আমতলীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনের চার’শ ১৩ ফুট উঁচু টাওয়ারের পিলারের পাশের জমির মাটি ১৫ ফুট গভীর করে কেটে ইটভাটায় নেওয়া হয়েছে। প্রভাবশালী জলিল মৃধা এসব মাটি কেটে নিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এতে টাওয়ার ধসে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন এবং প্রাণনাশের আশঙ্কা করছেন তারা। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জানুয়ারি) আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে।
জানা গেছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণ করা হয়। ওই টাওয়ারের পাশের ফসলি জমির মাটি প্রভাবশালী জলিল মৃধা কেটে বিবিসি কো এবং এমএমসি ইটভাটায় বিক্রি করে দিয়েছেন।
একশত ২৬ মিটার (চার’শ ১৩ ফুট) উঁচু বিদ্যুৎ টাওয়ারের পাশের জমির মাটি কেটে ১৫ ফুট গভীর করায় ঝুঁকিতে রয়েছে টাওয়ারটি। এতে টাওয়ার ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
টাওয়ারের পাশে বসবাসরত শাহিনুর বেগম বলেন, ‘টাওয়ারের পাশ থেকে মাটি কাটতে নিষেধ করেছিলাম কিন্তু প্রভাবশালী জলিল মৃধা শুনেননি। এমন গভীর করে মাটি কেটেছে যে কোনো সময় টাওয়ার ধসে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত ও হতাহতের আশঙ্কা রয়েছে।’
অভিযুক্ত জলিল মৃধা বলেন, ‘আজ নতুন না, কয়েক বছর ধরেই মাটি কেটে ইটভাটায় দিচ্ছি। কোনো সমস্যা হয়নি। কিন্তু টাওয়ারের পাশ থেকে মাটি কেটেছেন কেন? এতে তো টাওয়ারটি ধসে যেতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি নিশ্চুপ ছিলেন।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন, ‘খোঁজ নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা ভূমি অফিসের তহশিলদার পাঠানো হয়েছে।’
এইচ এম কাওসার মাদবর/এমআই