নলছিটিতে ইসলামি ছাত্র আন্দোলনের সম্মেলন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২১:০১
-678287b147f06.jpg)
ঝালকাঠিতে ইসলামি ছাত্র আন্দোলন নলছিটি উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নলছিটি পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এম ইব্রাহিম নাসরুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন, ইসলামি ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুহাম্মদ ওয়ালিউল্লাহ সরদার।
বিশষ অতিথি ছিলেন, ইসলামি আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল কুদ্দুস মল্লিক, সাধারণ সম্পাদক মাও. মুহা. শাহ জালাল হোসাইন, নলছিটি উপজেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস হাওলাদার, উপজেলা কুরআন শিক্ষা বোর্ড সভাপতি মুহা. আব্দুল করিম, জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শাহাদাত হোসেন মনু/এমজে