নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৮:০৮
![নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/12/Bangladesher-Khabor-MI-(29)-6783240200e43.jpg)
ছবি : সংগৃহীত
নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে একযোগে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাতে হঠাৎ হকার্স ও নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫-২০টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে।
অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন বিশাদ গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাই। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সেনাবাহিনী,পুলিশ রয়েছে। ভোরের আলোতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
এমআই