Logo

সারাদেশ

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে : আজহারী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৯

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে : আজহারী

ছবি : বাংলাদেশের খবর

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে বলে তরুণদের আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। 

শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে আলোচনা পেশকালে তিনি এসব কথা বলেন।

আজহারী বলেন, ‘২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র ও যুব সমাজ। এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ। নিরাপদ লাল সবুজের পতাকা। তরুণ প্রজন্মকে কুরআন-হাদিসের আলোয় আলোকিত করতে হবে। তাহলে দেশ-জাতি সমাজ উপকৃত হবে।’

তাফসীর পেশকালে ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, ‘ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আমরা কুরআন হাদিসের আলোকে কথা বলি। মানুষকে সচেতন করাই দ্বীনের দ্বায়িদের কাজ। একটি মাহফিলে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগণের বিতর্ক ছড়িয়ে দেয়া বাকস্বাধীনতা পরিপন্থি। অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি। এসব ভুলে আমাদের সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।’

ড. আজহারী বলেন, ‘আমাদের নিয়ে যারা হিংসা করেন, সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে- হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা।’

মো. রেজাউল হক ডালিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর