চেকপোস্ট থেকে পালাতে গিয়ে শ্যালক-দুলাভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬
-67839d842cd6c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালীতে পুলিশের চেকপোস্ট থেকে পালানোর সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া ছোকড়িকান্দি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর শহরের শোভারামপুর এলাকার সাধন কুমার দাসের ছেলে বাঁধন কুমার দাস (২৭) এবং তার শ্যালক ফরিদপুর মহাবিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত দাস (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁধন ও প্রান্ত মোটরসাইকেলে ফরিদপুর থেকে মধুখালীর দিকে যাচ্ছিলেন। বোয়ালিয়ায় পুলিশ চেকপোস্টে থামার জন্য সিগন্যাল পেলে তারা দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী মুক্তা পরিবহন তাদের পেছন থেকে ধাক্কা দেয়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাওয়া দেন। উত্তেজনা সামলাতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশের কোনো স্থায়ী চেকপোস্ট ছিল না। তবে টহল পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও চেকপোস্ট সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
দুই মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আপূর্ব অসীম/এমজে