Logo

সারাদেশ

প্রাণিসম্পদ অফিসের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি নিয়ে বিতর্ক

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৪

প্রাণিসম্পদ অফিসের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি নিয়ে বিতর্ক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ওয়েবসাইটে গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করলেই প্রথমে দেখা যায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

এগুলো দেখে মনে হয়, ছবিগুলো কয়েক বছর আগে ওয়েবসাইটটিতে আপলোড করা হয়েছিল। তবে ছবির ক্যাপশনে ‘প্রধানমন্ত্রী’ লেখা রয়েছে। তবে ওয়েবসাইটটি সর্বশেষ গত ২৮ নভেম্বর হাল-নাগাদ করা হয়েছে। 

সর্বশেষ হাল-নাগাদের পরও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবি ওয়েবসাইটে থাকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যে জানতে চাওয়ায় দ্রুত ছবিটি সরিয়ে ফেলা হয়।

গত ৫ আগস্টের পর দেশের সব সরকারি ওয়েবসাইট থেকে আওয়ামী লীগ সরকারের আমলের ছবি সরানো হয়েছে। এরপরও কেন টঙ্গীবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিসের ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছবিটি পূর্ববর্তী সরকারের সময়ে আপলোড করা হয়েছিল। যা এখনো ওয়েবসাইটে রয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এটি রাজনৈতিকভাবে কিছু বিতর্কের সৃষ্টি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ভেটেরিনারি সার্জন কালীশংকর পাল বলেন, ওয়েবসাইট থেকে সব ছবি রিমুভ করা হয়েছে। আপনি বলেছেন আমি বিষয়টি দেখেছি, এটা ভুল বসত ছিল। দ্রুত রিমুভ করার ব্যবস্থা করেছি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। যাতে সরকারি ওয়েবসাইটগুলো সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

নাজমুল ইসলাম পিন্টু/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর