পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ২০:৪৮

ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামের এই বাংলাদেশি আহত হন।
বিজিবি-৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ও অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
বিজিবি জানায়, শহিদুল ইসলাম ও তার সঙ্গীরা গরু আনতে ভারতের কোচবিহার জেলার ময়নাতলী গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে বিএসএফের ১৬৯ রাণীনগর ব্যাটালিয়নের সদস্যরা ৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে শহিদুল ইসলামের পায়ে গুলি লাগে। তাকে রাতেই রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে গোপনে চিকিৎসা চলছে।
বিজিবি জানিয়েছে, আহত ব্যক্তি গরু পারাপারকারী ছিলেন।
এমজে