Logo

সারাদেশ

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৪

চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতীকী ছবি

রাজশাহী থেকে সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সোমবার ভোর ৬টার দিকে রাজশাহীর সারদা স্টেশনের কাছাকাছি এলাকায় সৈয়দপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ বলেন, ‘তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে ট্রেনটি সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।’

তিনি আরও বলেন, ‘লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়ে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।’

খ্রীষ্টফার জয়/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর