রগ ও গলা কেটে স্ত্রীকে হত্যা, নিজের পেটেও ছুরি চালালেন যুবক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬
প্রথমে হাতের রগ ও গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। পরে নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম স্ত্রী লাখি বেগম (৩৫)। তার স্বামী মোস্তফা মিয়া (৪৫)।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর মরদেহ উদ্ধার করে। আর গুরুতর আহত মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতাল পাঠায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোস্তফা মিয়া কুমিল্লার তিতাস থানার জগতপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক। ২০০৯ সালে লাখি বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে স্বামী মোস্তফা মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাখি বেগমের বাম হাতের রগ ও গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজে পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘স্বামী নিজেই স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আলআমিন ভূঁইয়া/এমজে