কালিগঞ্জের ঐতিহ্যবাহী জামাই মেলা আগামীকাল
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:১৬
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে আগামীকাল (১৪ জানুয়ারি) ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের প্রথম দিনে এই মেলা আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে 'জামাই মেলা' নামে পরিচিত। মেলার প্রধান আকর্ষণ হলো বড় বড় মাছের সমাহার এবং জামাই-শ্বশুরদের মধ্যে মাছ কেনার প্রতিযোগিতা।
মেলায় রুই, কাতলা, মৃগেল, কালবাউশ, গ্রাস কার্প, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। গত বছর মেলায় ৭৩ কেজি ওজনের পাখি মাছের দাম হাঁকা হয়েছিল ১ লাখ ১৭ হাজার টাকা। এছাড়া, ২০ কেজি ওজনের কাতলা মাছের দাম ছিল ২৫ হাজার টাকা।
মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রায় প্রতিটি বাড়িতে মেয়ে-জামাতা ও স্বজনদের দাওয়াত করা হয় এবং মেলা থেকে কেনা মাছ রান্না করে আপ্যায়ন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই উৎসব দেখতে আসেন।
মেলা উদযাপন কমিটি জানায়, প্রায় আড়াইশ’ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাটি স্থানীয় ঐতিহ্যের ধারক এবং কৃষ্টি-কালচারের অংশ হিসেবে বিবেচিত হয়।
মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি, ফল, কাঁচা তরকারি, খাবারের দোকানসহ নানা জিনিসপত্রের পসরা সাজানো হয়। এছাড়া, বিনোদনের জন্য নাগরদোলা, চরকি, বাচ্চাদের ছোট চলন্ত ট্রেন, নৌকা, জাদুঘর ইত্যাদি তিন দিন পর্যন্ত অবস্থান করে।
এরই মধ্যে স্থানীয় প্রশাসন মেলার সুষ্ঠু আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এএস/এমএইচএস