খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃত্বে ফরিদপুরের ৪ আলেম

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৩

ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃত্বে স্থান পেয়েছেন ফরিদপুরের চারজন বিশিষ্ট আলেম। গত শনিবার (১১ জানুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দলটির মজলিসে শুরার অধিবেশনে শীর্ষ নেতাদের সম্মতিক্রমে তাদেরকে পৃথক পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলার বিশিষ্ট বুজুর্গ আলেম ও বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মাওলানা আকরাম আলিকে অভিভাবক পরিষদের (উপদেষ্টা মন্ডলির) সদস্য, বোয়ালমারীও মুফতী শারাফত হোসাইনকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, একই উপজেলার বিশিষ্ট আলেম ও ফরিদপুর জামিয়া কুরআনিয়া চরকমলাপুর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হেলাল উদ্দিনকে কেন্দ্রীয় নায়েব আমীর এবং সালথার বাসিন্দা বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিশ্লেষকগণের দাবি- উপরোক্ত আলেমদের নেতৃত্বের মাধ্যমে ফরিদপুরে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে নবজাগরণ তৈরি হতে পারে।
অপূর্ব অসীম/বিএইচ