Logo

সারাদেশ

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩১

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে শেখ রহিদুল ইসলাম নামের এক কৃষকের এক হাজার ৭০০টি অপরিপক্ব কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। রোববার (১২ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাবড়ীঝাঁড় ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক শেখ রহিদুল ইসলাম জানান, তিনি স্থানীয় আবুল শেখের কাছ থেকে ১০ বিঘা জমি বার্ষিক চুক্তিতে লিজ নিয়ে গত ৮ বছর ধরে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে ২ হাজার ৭০০টি কলাগাছ রোপণ করেছিলেন। এর মধ্যে এক হাজার গাছ থেকে কলা বিক্রি করা হলেও বাকি এক হাজার ৭০০টি কলাগাছ রাতের আধাঁরে কেটে সাবাড় করে দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, লিজদাতা আবুল শেখ ও শেখ মোশাররফ হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা এ কাজ করেছেন। এতে আমার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। এজন্য সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভুক্তভোগী কৃষক আইনি সহায়তা নিতে পারেন। যারা এটি করেছে, তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর